গত ২০ জুন পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম , সিআইডি প্রধান জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম এবং সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জগণ অতিরিক্ত ডিআইজি হতে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগনের সহধর্মিনীগণ উপস্থিত ছিলেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন জনাব মোঃ শাহ আলম(রেলওয়ে পুলিশ), জনাব এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম-সেবা(সিআইডি), জনাব শ্যামল কুমার(সিআইডি), জনাব মোঃ জাকির হোসেন খান পিপিএম-সেবা(ডিএমপি), জনাব মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী বিপিএম-সেবা(পুলিশ অধিদপ্তর), জনাব বিপ্লব বিজয় তালুকদার(ডিএমপি) এবং জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম-সেবা(বিশেষ শাখা)। উক্ত অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।