র্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন চর রঘুনাথপুর এলাকা হতে অপহৃত ভিকটিম (১৩)’কে উদ্ধার করেছে। সেই শাথে অপহরণকারী মোবারক (৪২),কে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই র্যাব সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, প্রতারকসহ নানা ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে বলিষ্ঠ ভূমিকা পালন করছে।
উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।