1. admin@newswatchbd.com : admin :
রবিবার, ১৪ জুলাই ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

অপু বিশ্বাসের বিরুদ্ধে জিডি করলেন প্রযোজক

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

 

চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে সাধারণ ডায়েরি (জিডি) করলেন চলচ্চিত্র প্রযোজক সিমি ইসলাম কলি। তিনি রাজধানীর হাতিরঝিল থানায় সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে জিডিটি করেন। জিডি’র নম্বর ১১১৫। এতে অপু বিশ্বাস ছাড়াও জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনকে বিবাদী করা হয়েছে বলে জানা গেছে। যদিও এই জিডি’র বিষয়ে গণমাধ্যমের কাছে এখনও মুখ খুলেননি অপু বিশ্বাস।

জিডিতে প্রযোজক সিমি উল্লেখ করেন, এই মর্মে জানাচ্ছি যে, আমি গত ২০১৬ সালের জুনে Hi sk Films int ও SKfilmsint 7712 খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯/০৮/২৩ ইং আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১/০৮/২৩ ইং তারিখ সকাল ৮টার সময় ২ নম্বর বিবাদী ১ নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবেন বলে জানান।

ওই জিডিতে আরও বলা হয়, পরবর্তীতে ২ নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এই টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park