অলস আমি সারাক্ষণই
শুয়ে বসে থাকি
কোন কাজে মন বসে না
দেই যে শুধু ফাঁকি
ঘুম আমার ভাঙতে চায় না
বেলা বারোটা বাজে
গোসল করতে আলসামো হয়
আলসামো হয় কাজে
খাবার টেবিলে বসে আমার
ভাবনা মনে যত
কেউ আমাকে খাইয়ে দিলে
কত মজা হতো
বিকেলবেলা বন্ধুরা সব
খেলা করে মাঠে
আমি মোবাইল বন্ধ করে
শুয়ে থাকি খাটে
পড়ার টেবিলে বসলে
মাথায় চিন্তা আসে যত
লোডশেডিং হলে এখন
কত মজা হতো
শপিং করতে গেলাম সেদিন
বাবা-মায়ের সাথে
৩০ মিনিট হেঁটেছিলাম
ব্যথায় ঘুমাতে পারিনি রাতে।