1. admin@newswatchbd.com : admin :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ অপরাহ্ন

অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী শুটার লিটন আটক

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

 

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (মঙ্গলবার রাতে) রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিন যাত্রাবাড়ীর বিজিবি মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট মোঃ ইয়াছিন উদ্দিন লিটন @ শুটার লিটন (৩৯), পিতা- মৃত বদরুজ্জামান বাদল, মাতা- নাসিমা বেগম, স্থায়ী সাং- চন্দনপুর, থানা- মেঘনা, জেলা কুমিল্লা, বর্তামান ঠিকানা- (৬০/৯/এল), উত্তর যাত্রাবাড়ী, থানা- যাত্রাবাড়ী, ঢাকা’কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড এ্যামুনেশন (গুলি), ৩৪৮ (তিনশত আটচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ও মাদক বিক্রয়ের নগদ- ৫১,০৫০/- (একান্ন হাজার পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত শুটার লিটন রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর, মুগদা, পল্টন, মতিঝিল, কদমতলী ও কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধ ভূমি দখল, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার কাজে কেউ বাঁধা প্রদান করলে শুটার লিটন বাঁধা প্রদানকারীদের মারধর করে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ প্রাণ নাশের হুমকি প্রদর্শন করত বলে জানা যায়।

র‍্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। লিটন অস্ত্রের ভয় দেখিয়ে উক্ত এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করত যার কারণে কেউ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করতনা।

গ্রেফতারকৃত লিটন জানায়, সে বিভিন্ন উচ্চবিত্ত ও ব্যবসায়ীদের টার্গেট করে অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে মোটা অংকের চাঁদা দাবি করত। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লিটন তাদেরকে মারধরসহ বিভিন্ন শারীরিক নির্যাতন করত এবং প্রয়োজনে তাদেরকে হত্যা করত।

এছাড়া লিটন কন্ট্রাক্ট কিলিংসহ মোটা অংকের টাকার বিনিময় যে কাউকে হত্যা করতে দ্বিধাবোধ করতনা। যার কারণে সে শুটার লিটন নামে খ্যাত। এছাড়াও লিটনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও পল্টন থানায় ১টি হত্যা মামলা, ২টি অস্ত্র মামলা, ৩টি মাদক মামলা ও ডাকাতির প্রস্তুতির মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে বলে জানা যায়।গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park