রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় কার্যালয়ে আজ সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরাম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক কাজি সালাহ উদ্দিন নওফেলের নেতৃত্বে বিকেল ৪টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকেল সাড়ে ৪টায় সংগঠনের সহ-সভাপতি হোসাইন আজাদের সভাপতিত্বে বক্তৃতা করেন- সাধারণ সম্পাদক কাজি নওফেল, সহ-সভাপতি সাংবাদিক তানভীর আলাদিন, মাসুক খন্দোকার, যুগ্ম-সম্পাদক শরীফ রহমান, মহিউদ্দিন মাহমুদ বাবলু, অধ্যাপক হেলাল উদ্দিন মাহমুদ, দফতর সম্পাদক শাহজাহান আকন্দ, সহ- দফতর সম্পাদক মো. ইসমাইল প্রমুখ।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখ-সমৃদ্ধি ভরা বাংলাদেশের চলমান অবস্থা অব্যহত রাখতে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইসহাক উদ্দিন চৌধুরী।