
আজ অথবা কাল
-হাবিবুর রহমান বাবু
ফাল্গুনেতে হলুদ পরলাম
ভ্যালেন্টাইনে লাল
নিশ্বাস যখন বন্ধ হবে
সবকিছুই পড়ে রবে
সাদা পরে যেতে হবে
আজ অথবা কাল
সারা জীবন ছুটলাম আমি
সুখের পিছে পিছে
চোখ দুটো বন্ধ হবে
সবকিছুই ঠিকই রবে
খালি হাতে যেতে হবে
ওই মাটিরই নিচে
চলার পথে কত বন্ধু-স্বজন
পাড়া-প্রতিবেশী কত প্রিয়জন
আসলে কেউ নেই যে আপন
ওই না মাটির ঘরে
শাওয়াল জবাব করবে আমায়
ফেরেশতাগণ এসে
কর্ম আমার যেমন হবে
ফলটাও ঠিক তেমন হবে
থাকবে না কোন প্রিয়জন
তখন আমার পাশে
হে প্রভু আমি মহাগনাগার
আপনি তো রহিম-গাফফার
নিজ গুণে ক্ষমা করেন আমায়
আপনি ভালবেসে।