বই পড়েছি এই জীবনে
আমি কত শত
একটি বইও পাইনি
আমি তোমারি মতো
সমস্যা রয়েছে যত
এই বৃহৎ পৃথিবীতে
সব কিছুরই সমাধান
তুমি পারো দিতে
পাঠিয়েছেন নিজেই
তোমায় আল্লাহ মহান
তাইতো এই ধরায়
তোমার এত সম্মান
নাজিল হয়েছ তুমি
যে নবীর উপরে
তাহার উপর ফেরেশতারাও
দরুদ শরীফ পড়ে
তুমি যে বিধাতার দেয়া
এক অপূর্ব দান
সর্বকালের শ্রেষ্ঠ গ্রন্থ
তুমি আল-কুরআন।