1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী আটক মানবাধিকার লঙ্ঘনকারীরা আবার মানবাধিকারের প্রেসক্রিপশন দেয়, এটিই দুর্ভাগ্য : তথ্যমন্ত্রী রংধনু গ্রুপের মালিকানাধীন জমি প্লট ক্রয়-বিক্রয় থেকে সতর্ক থাকার আহবান ভারতে ৩০০টি শোরুমে একযোগে শুরু হলো ওয়ালটন ব্র্যান্ড ফ্রিজের বিক্রয় ও বিপণন আপীল আবেদনের শুনানীতে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: কাবির মিয়া শিল্পকলায় হাসান মাহাদীর আবৃত্তি ও সঙ্গীত সন্ধ্যা বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী বছরের শ্রেষ্ঠ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন গুলোকে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ৭ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে এড.কাজী ফয়সলের হ্যাট্টিক বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টে গলফারদের প্রাণের মেলা

ইউনাইটেড বাঙালি লুথারেন চার্চের ২৩তম বার্ষিকী উদযাপন 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

 

গত ১৫ অক্টোবর ২০২৩,রবিবার,বিকাল ৫টায় নিউইয়র্কস্থ সর্ববৃহৎ বাঙালি চার্চ ,ইউনাইটেড বাঙালি লুথারেন চার্চ অব আমেরিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উডসাইড-এর নিউইয়র্ক-এ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শতাধিক উপাসকের উপস্থিতিতে পালন করা হয়।
উক্ত উপাসনা অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন—প্রতিষ্টাতা ও সিনিয়র পালক রেভাঃজেমস রায় ,পাষ্টর কমল দেব ,জন সহকারী এন্ডার থিয়োডোড এ বারিকদার,বেনেডিকট ডি বাডৈ ,জন সমীর রতন । উপাসনার প্রধান বক্তা ছিলেন বিশপ (অবঃ)রেভাঃড.ডেভিড এইচ ব্যাংকি।অন্যান্যদের মাঝে রেভাঃআলেকস মারকিঊ,রেভাঃজন,মিঃএডওয়াড বিশ্বাস এবং সংগীত পরিচালনায় ছিলেন চার্চের কয়ার । শুভেচ্ছা বক্তবয রাখেন মন্ডলীর প্রেসিডন্ট ডাঃটমাস দুলু রায় এবং ওজন পার্ক এভানজেলিকাল লুথারেন চার্চের প্রেসিডন্ট জন এস বাডৈ ।
এছাড়াও উক্ত মহতী অনুষ্ঠানে তিনজন পাষ্টর পি বাডৈ.খৃষ্টফার অধিকারী ও মাবুদ চৌধুরী উপস্হিত ছিলেন ।

উল্লেখ্য,এই চার্চেটি প্রতিষ্ঠাকাল থেকে(২০০০)সালে জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের জন্য অভিবাসীদের ইমিগ্রেশন কাজে বিনামূল্য সহযোগিতা দিয়ে আসছে । অতঃপর চার্চের ২৩তম প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা হয় এবং সুসাধু নৈশ ভোজের আয়োজনে ছিলো ফুড কমিটির প্রধান জেমস এব তত্ত্ববধান ছিলেন,নির্মল সরকার । উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মুলধারার রাজনীতিক,বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন । অনুষ্ঠানে আমেরিকা,বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষের মঙ্গল কামনা ও শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয় । এতে বিভিন্ন হিন্দু,মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকসহ বিভিন্ন ধর্মের লোকেরা উক্ত উৎসবে আমন্ত্রিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park