দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোছাঃ জাকিয়া আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার চিরিরবন্দর-রাণীরবন্দর আঞ্চলিক সড়কের আন্ধারমুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জাকিয়া আক্তার চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি বাজার সংলগ্ন দক্ষিন নগর চেমাপাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, জাকিয়া ও তার স্বামী আনোয়ার হোসেন বিন্যাকুড়ি থেকে জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য সাইকেল যোগে চিরিরবন্দর উপজেলা পরিষদে নির্বাচন অফিসে যাওয়ার পথে আন্ধারমুয়া বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়। এ সময় তার স্বামী আনোয়ার হোসেন (৪০) ও অন্য এক পথচারী আহত হয়।ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টরের চালক ও হেলপার সেখান থেকে পালিয়ে যায়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।