ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের অধ্যক্ষ কামরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এবং গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছাত্তার কমান্ডার। অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমীর পরিচালক আমিনুর রহমান সুলতান।
অনুষ্ঠানে বক্তব্য পর্ব শেষে বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়। পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।