1. admin@newswatchbd.com : admin :
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

এক প্রশ্নপত্রে ৬১ ভুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

 

শিক্ষার্থীরা ভুল করতেই পারে। শিক্ষক বা কলেজের কমিটিরও যে, ভুল হতে পারেনা- এমন না। কিন্তু তাই বলে এক প্রশ্নপত্রে ৬১টি ভুল? অবিশ্বাস্য হলেও সত্য, পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজের এক প্রশ্নপত্রেই ৬১টি ভুল করা হয়েছে।

রবিবার (৮ইঅক্টোবর) কলেজটির একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের আইসিটি পরীক্ষা ছিল। উক্ত পরীক্ষার ৫০নম্বরের সৃজনশীল প্রশ্নপত্রে প্রথম পৃষ্ঠায়ই বানান ভুলের সংখ্যা ২৫টি এবং দ্বিতীয় পৃষ্ঠায় ১৫টি। এছাড়া বিরামচিহ্নের ভুল প্রয়োগ এবং শব্দের ভুল লিখন অর্থাৎ কখনো দুটি শব্দের মাঝে অযাতিত সংযোজন এবং কখনো আবার যে শব্দ বা শব্দাংশ একসাথে বসার কথা; এর মাঝে স্পেস দিয়ে ভুল ঘটানোর সংখ্যা এবং অসমীচীনভাবে কখনো শব্দের মাঝে আবার কখনো শব্দের শুরুতে হসন্ত প্রয়োগের মতো ভুলের সংখ্যা প্রথম পৃষ্ঠায় ১০টি এবং দ্বিতীয় পৃষ্ঠায় ১১টি।

প্রশ্নপত্রের ৩নং প্রশ্নে উক্ত কলেজটির নাম দিয়ে একটি উদ্দীপক তৈরি করা হয়। উদ্দীপকেও ভুল করা হয়েছে কলেজের নাম।

ভুলের মধ্যে অল্পপ্রাণ ও মহাপ্রাণ বর্ণের ভুল চয়ন এবং ণত্ববিধান ও ষত্ববিধান এর অসংখ্য ভুল রয়েছে। অনেক বানানে ঋ-কারের জায়গায় ঊ-কারও দেখা যায়। এছাড়া কিছু কিছু শব্দে বিসর্গ চয়নের কথা থাকলেও তা দেওয়া হয়নি।
উল্লেখ্য ‘কৃত্রিম’ না লিখে ‘কূত্রিম’, ‘বুদ্ধিমত্তা’ না লিখে ‘বুদ্দিমত্তা্’, ‘বলা’ না লিখে ‘বল’, ‘জ্ঞান’ না লিখে ‘জআন’, ‘স্বপক্ষে’ না লিখে ‘সপক্ষে’ এবং ‘দ্বিতীয়’ না লিখে ‘দিত্বীয়’ ছাড়াও ভুলে ভরা পুরো প্রশ্ন। এগুলো গুণে দেখা যায়, ভুলের পরিমাণ ৬১তে ওঠেছে।

প্রশ্নপত্রে এত ভুল নিয়ে পরিক্ষার্থীরা উদ্বিগ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিক্ষার্থী গভীর উদ্বেগের সাথে জানান, “আমরা কলেজ থেকে শিখবো আর কলেজের প্রশ্নপত্রেই যদি এভাবে এত ভুল দেখি, তবে তো দেখতে দেখতে একটা সময় আমরা ভুলটাকেই ঠিক মনে করবো আর সেটাই শিখে ফেলবো।”

এব্যাপারে সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মোহসীন কবির এঁর কাছ থেকে মুঠোফোনে নেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা হয়তো কোনো মিসটেক হইতে পারে। নতুন টিচার আসছে তো। আইসিটি যারা পড়ে তারা বাংলা বানানে একটু দুর্বল থাকে। এটা কালকে কমিটিকে ডাকায়া এনে বলবো। কি কারণে কার এ-টে হইলো, এটা আমি দেখতেছি।”
দেখে কি করবেন জানতে চাইলে মোহসীন কবির বলেন, “হে আমি কালকেই এইটার একশানে যাবো বা জিজ্ঞেস করবো- এটা কার ফলস্। পরবর্তীতে যেইটা ব্যবস্থা নেওয়ার, সেইটা নিবো।”

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park