যাচ্ছ চলে, যাও
তবে ফিরে আবার আসবেই
ভালোবাসো তুমি আমায়
তুমি আমায় ভালোবাসবেই
পারবে না থাকতে তুমি
এই আমাকে ছেড়ে
ঘুরে ফিরে আমার কাছেই
আসবে আবার ফিরে
ভালোবাসার বন্ধন সে তো
সোনার চেয়ে খাঁটি
রাগ কমলেই তোমার হৃদয়
হয়ে যাবে মাটি
ভুল আমার ছিল না
তবু বলছি আমি সরি
তুমি আমায় ছেড়ে গেলে
যাব আমি মরি
মান অভিমান ভুলে গিয়ে
ধরো আমার হাত
চেয়ে দেখো আকাশ পানে
কত সুন্দর চাঁদ।