জীবনের এই আঁকাবাঁকা পথে
চলতে চলতে আজ
আমি বড়ই ক্লান্ত
যদি কাঠ পেন্সিলের মত
মাথাটাকে কেটে আবার
নতুন করা যেত
তবে মাথাটা হতো ধারালো
পুরনো সকল কষ্ট কেটে যেত
আমি হয়ে যেতাম শান্ত
যদি মোবাইল ফোনের মত
নিজেকে চার্জ করে নিতে পারতাম
তবে ফুল চার্জ করে নিজেকে
আবার নতুন করে পথে ছাড়তাম
চলতাম আমি দুর্দান্ত
আচ্ছা! পুরনো ছেড়া’ফাড়া বই
সেগুলোও তো বাধাই করা যায়
ক্লান্ত মানুষ ঝরঝরে করার
আছে কি কোন মন্ত্র?
কুচকুচে কালো চুল গুলো আমার
প্রায় সবগুলোই এখন সাদা
নিয়মের নামে সমাজের
বেধে দেওয়া শিকলে
হাত পা গুলো যেন বাধা
সকাল থেকে জীবনের এই পথ
চলতে চলতে অবিরত
প্রায় সন্ধ্যে নেমে এলো
পারলাম না বুঝতে আমি
প্রকৃতির এ কেমন ষড়যন্ত্র।