1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

খালপাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ দেখলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভার ভাষণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গাড়িতে উঠেছেন তখন ঘড়ির কাটায় দুপুর ২টা। গাড়িটি তখন ভাঙ্গারহাট খালপাড় দিয়ে আস্তে আস্তে সামনের দিকে চলছিল। তখনও জনসভায় আগত হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাত নেড়ে স্বাগত জানাচ্ছিলেন। হটাৎ প্রধানমন্ত্রী’র দৃষ্টি যায় খালের দিকে। প্রায় ১শত হাত লম্বা দুটি বাচারি নৌকায় দুই শতাধিক নারী বাইছা খালের মধ্যে বাইচ দিচ্ছিল। এ দৃশ্য দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে খালপাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ দেখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বাচারি নৌকার নারী বাইছারা বৈঠা চালানোর মধ্য দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দিতে থাকে। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদেরকে ধন্যবাদ জানায়।

কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন এই বাচারি নৌকা দুটির আয়োজন করেছিলেন।

সমর চাঁদ মৃধা খোকন বলেন, একটা সময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌ পথে কোটালীপাড়ায় আসতেন। তখন আমরা এ ধরনের বাচারি নৌকা নিয়ে হাজার হাজার মানুষ প্রতিযোগিতার মধ্যদিয়ে তাঁকে স্বাগত জানাতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন এই প্রতিযোগিতা দেখে খুঁশি হতেন। তাই আমি আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে দুটি বাচারি নৌকার আয়োজন করেছিলাম।

তিনি আরও বলেন, নৌকা হচ্ছে আমাদের দলীয় প্রতীক। নৌকা বাঙালি জাতির শান্তির প্রতীক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় এসে নৌকা দেখলে খুব খুশি হয়। তাই আজকে তিঁনি গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে খালপাড় দাঁড়িয়ে নৌকা বাইচ দেখলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park