সারাদিন শুধু কাজ আর কাজ
ছুটছি টাকার পিছে
এই মনটা মানতে নারাজ
পৃথিবীটাই মিছে
এসেছি এই পৃথিবীতে
আবার চলে যাব
কর্ম আমার যেমন হবে
তেমনই ফল পাব
বাঁচতে হলে চলতে গেলে
টাকা যেমন লাগে
সেই সাথে পরকালের হিসেব
করতে হবে আগে
কামাই রুজি যতই করি
যাব খালি হাতে
হাত তো খালি যাবেই আমার
কেউ যাবে না সাথে
তবুও রুজি করতে হবে
বাঁচাতে হবে সুখে
সেটা হতে হবে পবিত্রতায়
হালাল-হারাম দেখে
উপার্জনটা হালাল হলে
তাতে অনেক শান্তি থাকে
হে প্রভু, হালাল উপার্জন করার
তাওফিক দাও আমাকে।