
“মাদরাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ’র উদ্যোগে রাজধানীর খিলগাঁও এর নবাবীমোড়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল। ৯ ও ১০ মার্চ অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান সরকার।
মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী’র সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআনের তাফসীরের উপর আলোচনা করেন মাওলানা মীর মোহাম্মদ শোয়াইব আনসারী। এছাড়াও দুই দিনব্যাপী দেশ বরেন্য বিভিন্ন আলেমগণ কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
মাহফিলের বিষয়ে জানতে চাইলে মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী বলেন, এটি আমাদের ১৪ তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল। আমাদের পরিচালিত মাদ্রাসা “মাদরাসাতুল কুরআন ওয়াসসুন্নাহর উদ্যোগে প্রতিবছর আমরা এই মাহফিলের আয়োজন করি। এই মাহফিলের মাধ্যমে আমরা এলাকাবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আমাদের মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিলেও ১১ জন কুরআনে হাফেজকে পাগড়ি প্রদান করেছি।
মাওলানা আমিনুল ইসলাম জিহাদীর সঞ্চালনায় শুক্রবার রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় দুই দিনব্যাপী চলা মাহফিল। মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মীর মুহাম্মদ শোয়াইব আনসারী।