1. admin@newswatchbd.com : admin :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন

গাড়ির জানালা দিয়ে “ছোঁ মেরে ছিনতাই তাদের পেশা”

শাহিদুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

 

রাজধানীর মিরপুরে পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ছিনতাইচক্রের সদস্যরা হলেন- মো. নয়ন (২৩), মো. আব্দুল মতিন (৩০), মো. বাবুল (২৮), মো. ইমরান সরদার (১৯), মো. সুমন সেখ (৩০), । গ্রেফতার বাকিরা তিনজন হলেন- ইব্রাহিম মিয়া (৩৮) , শাহিন (২৬) ও রুবেল প্রকাশ লালাপো (২৫)।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা গণপরিবহনে চলাচল করা যাত্রীদের টার্গেট করত। বিশেষ করে যারা জানালার পাশে বসেন, তারাই এদের মূল টার্গেট। যাত্রীর হাতে থাকা মোবাইল, মানিব্যাগ বা ঘড়ি মুহূর্তেই ছোঁ মেরে নিয়ে যায় ওরা।

ওসি আরও বলেন, কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে চাকু দিয়ে আঘাত করে ওরা। তাদের এমন আঘাতে অনেকেই আহত হয়েছেন। ওরা যখনই পুলিশ দেখে, সঙ্গে সঙ্গেই রাস্তায় পায়খানা করে দেয় এবং তা নিজেদের গায়ে মাখে ও আশপাশে ছুড়ে মারে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওরা এসব করতো।

সোমবার রাতে একই কায়দায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারা পায়খানা করে পালানোর চেষ্টা করলেও তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমনের বিরুদ্ধে পাঁচটি, মতিন ও নয়নের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে।

এদিকে, পৃথক অভিযানে সনি সিনেমা হলের সামনে থেকে চিহ্নিত ছিনতাইকারী ইব্রাহিম মিয়া ও শাহীনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরেক অভিযানে গ্রেফতার করা হয়েছে রুবেল প্রকাশ লালাপোকে। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park