গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধান বোঝাই ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল শশী ভূষন বাড়ৈ (৬০) নামে এক বৃদ্ধের।আজ শনিবার ভোর রাতে (২০ মে) কোটালীপাড়া-রাজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার ছিকটিবাড়ীকতে এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বৃদ্ধ শশী ভূষন বাড়ৈ কোটালীপাড়া উপজেলার ছিকটিবাড়ী গ্রামের হলধর বাড়ৈর ছেলে।
ওসি মো: জিল্লুর রহমান বলেন, ধান ভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ী থেকে কোটালীপাড়া যাচ্ছিল। এসময় কোটালীপাড়া থেকে গাছ ভর্তি করে রাধাগঞ্জ যাওয়া নসিমনকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ধান ভর্তি ট্রাকটি রাস্তার পাশের একটি ঘরের ওপর উঠে যায়। ওই ঘরে ঘুমিয়ে থাকা বৃদ্ধ শশী ভূষন বাড়ৈ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা সকালে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। #