1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম এক ছবিতেই আল্লু’র আয় ৪৫০ কোটি টাকা গোপালগঞ্জে শেখ হাসিনার পক্ষে মনোনয়পত্র দাখিল কারামুক্ত হয়েই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার শাহজাহান ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি শুভ, সাধারন সম্পাদক মহিউদ্দিন মনোনয়নপত্র জমা দিলেন সাকিব নিখোঁজের তিনদিন পর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার রিহ্যাবে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে : তথ্যমন্ত্রী রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতির অভিযোগ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত-২

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩

 

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও র‌্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (২৫ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতীতে এবং মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর সড়কে (সন্ধ্যা’য়) ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ও মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া দুর্ঘটনার বিষয় দু’টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাফর সরদার (৫৩) ও
র‌্যাব সদস্য (সেনাবাহিনীর কর্পোরাল) রবিউল মোমেন (২৪)।

নিহত মো. জাফর সরদার কাশিয়ানী উপজেলার ছোট খায়েরকান্দি গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতীতে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাফর সরদার ও অপর মোটরসাইকেল চালক শহিদ আহত হন। পরে আহত ওই সেনা সদস্যকে সিএইচএম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর মোটরসাইকেল চালক শহিদের অবস্থাও আশংকাজনক বলে জানান ওই কর্মকর্তা।

অপরদিকে, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, র‌্যাবের একটি গাড়ি ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। এ সময় গাড়িটি ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চার র‌্যাব সদস্যসহ পাঁচজন আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক র‌্যাব সদস্য রবিউল মোমেন কে মৃত ঘোষণা করেন।

আহত র‌্যাব সদস্য রাসেদ হাওলাদার, মিলন, র‌্যাবের কার্পেন্টার আবুল কালাম ও অটো ভ্যানযাত্রী আকমল কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি র‌্যাব সদর দপ্তরকে অবহিত করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park