গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় নাইমুল ইসলাম সুজন (৪০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার কলেজ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাইমুল ইসলাম সুজন মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, নিজের মোটর সাইকেলে করে ঢাকা থেকে গোপালগঞ্জ আসছিলেন নাইমুল ইসলাম সুজন।
এসময় ঘটনাস্থলে মোটর সাইকেলটি পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক নাইমুল ইসলাম সুজনের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মায়না তদন্ত ছাড়াই মরহদেহ হস্তান্তর করা হয়। ঘাতক বাসটিকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় ওসি।