গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুদ্বীপ্ত বিশ্বাস (১৭) নামে কলেজ ছাত্র নিহত হয়েছে। রোববার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কলেজছাত্র বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা সাচিয়াদাহ গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। সে শহরের হাজী লালমিয়া সিটি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।
ওসি মো. জাবেদ মাসুদ জানিয়েছেন, মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় দোলা পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস কলেজছাত্র সুদ্বীপ্ত বিশ্বাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।