চির নতুনের দিল ডাক, পঁচিশে বৈশাখ এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জম্ম বার্ষিকী উপলক্ষে প্রদিপ প্রজ্জলন,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় পাঁচবিবি থিয়েটার ও ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের আয়োজনে পৌর পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালিঘাটা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আওয়ামীলীগ নেতা জাহিদুল মাস্টার, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ও নিলয় সরকার শেষে বিশেষ নিবেন রবীন্দ্র নাট্য চন্ডালিকা প্রদর্শণ করা হয়।