ট্রাক চাপায় প্রাণ হারিয়েছে অমিত হাসান মারুফ(১৬) নামের এক মেধাবী কিশোর। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের ফারুক মিয়ার ছেলে। শনিবার বিকেলে ঈশ্বরগঞ্জ-নান্দাইল মহাসড়কের গালাহার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মারুফ মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পি. এস. এম. মোস্তাছিনুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
জানা যায়, শনিবার বিকেলে মোটরসাইকেল চালিয়ে নান্দাইল থেকে ঈশ্বরগঞ্জের দিকে আসছিল অমিত। এ সময় গালাহার মোড়ে কিশোরগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।