গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে আর বাড়ী ফেরা হলোনা আসাদ শরীফ (৭০) নামে এক বৃদ্ধের। বাড়ীতে যাবার আগেই বাসের ধাক্কায় জীবন হারিয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে।
আজ শনিবার (৮ জুলাই) দুপুরে ঘোনাপাড়া-পাটগাতী সড়কের টুঙ্গিপাড়া উপজেলার নতুন বাজার এলাকার এ দূর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধ আসাদ শরীফ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের বাসিন্দা।
পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম জানান, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখিয়ে ইজিবাইকে করে গিমাডাঙ্গা নতুন বাজার নামেন আসাদ শরীফ। পরে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা মেরে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, বৃদ্ধ ব্যক্তিকে ধাক্কা দেয়া গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উপজেলার পাটগাতী বাসষ্ট্যান্ডে কাউন্টারের পাশে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরহেদ হস্তান্তর করা হয়েছে।