বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সময়টা বেশ ভালো যাচ্ছে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পিপ্পা’ ছবিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। এই ছবির অংশ হতে পেরে দারুণ গর্বিতও তিনি। ম্রুণাল এটা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় গণমাধ্যমে।অ্যামাজন প্রাইম ভিডিওর এই ছবিতে ম্রুণাল ঠাকুরকে মেডিকেলের ছাত্রী তথা ক্রিপ্টোগ্রাফার (তথ্যগুপ্তিবিদ্যা) রাধা চরিত্রে দেখা গেছে। তিনি ছবিতে আধুনিকমনস্ক, সাহসী ও শক্তিশালী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে দেখা যায়, যুদ্ধে ম্রুণাল সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। যুদ্ধের ময়দানে তার হাতিয়ার ছিল ক্রিপ্টোগ্রাফি।
ভারতের একটি পত্রিকাকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পিপ্পা ছবিটি আমার হৃদয়ে এক বিশেষ জায়গা দখল করে নিয়েছে। ছবির চিত্রনাট্য পড়েই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি খুব খুশি যে এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। তার কথায় – রাধা শুধু বুদ্ধিমত্তার দিক থেকেও নারীশক্তিকে প্রতিনিধিত্ব করেছে। যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এক নারীর চরিত্রে পর্দায় নিজেকে দেখতে পাওয়া আমার কাছে খুবই গর্বের। আমি এই ছবির অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। এই ছবিতে ম্রুণালকে ঈশান খাট্টারের বোনের চরিত্রে দেখা গেছে। এটা নিয়ে যদিও তাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।
এই সমালোচনার প্রেক্ষিতে তিনি বলেছেন, ‘লাভ সোনিয়া’ ছবিতে অভিনয় করার সময় আমাকে নানা কটাক্ষ শুনতে হয়েছে। অনেকে ফোন করে বলেছেন – এমন গ্ল্যামারহীন চরিত্রে আমার অভিনয় না করাই উচিত। অনেকে আরও বলেছিলেন, আমার ক্যারিয়ারের প্রথম ছবি হিসেবে লাভ সোনিয়া যথার্থ নয়। পরে তারা ভুল প্রমাণিত হয়েছেন। নায়িকাকে ঘিরে ইন্ডাস্ট্রির তথাকথিত ধারাকে আমি ভাঙতে চাই। আমি মনে করি, ভারতীয় অভিনেত্রীদের ঘিরে দর্শক ও নির্মাতাদের দৃষ্টিভঙ্গির বদলের প্রয়োজন। প্রিয়াঙ্কা চোপড়া ‘দিল ধাড়কানে দো’ ছবিতে রণবীর সিংয়ের বোনের চরিত্রে অভিনয় করেছেন। আবার ‘বাজিরাও মাস্তানি’তে তাকে রণবীরের স্ত্রীর চরিত্রে দেখা গেছে।