তোমায় দেখে বাজালাম যখন
প্রথম প্রেমের বাঁশি
বাঁশির শব্দ শুনে
তুমি দিয়েছিলে হাসি
তুমি আমার প্রথম প্রেমের
প্রথম সর্বনাশী
জ্বালাও আমায় সারাবেলা
তেমনি আবার পোড়াও
কাছে থাকলে অবহেলা দাও
দুরে গেলে আবার কুড়াও
জ্বালাও-পোড়াও যাই করো
তোমার তরেই মরি
ঘুরেফিরে বারবার তাই
তোমার প্রেমেই পড়ি
পাড়ার কিছু রমণীরা
ঘুরে মোর পিছু পিছু
মাঝেমধ্যে প্রেমপত্র
হাতে আসে কিছু
বন্ধুরা তাই হেসে বলে-
আমার কন্যা রাশি
রাশি আমার যাইহোক
আমি তোমায় ভালোবাসি।