১০ সেপ্টেম্বর দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বংশাল থানাধীন আলুবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, ব্রাহ্মণবাড়িয়ার এর পিটিশন মামলা নং-০৫/২০২৩, তাং-১৯/০১/২০২৩ ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১)/৩০ এই ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ হৃদয় মিয়া (২৩)’কে গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর বংশালসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।