1. admin@newswatchbd.com : admin :
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

নিজের অতীত জীবন নিয়ে অকপট পূজা ভাট

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

এক সময়কার লাস্যময়ী বলিউড তারকা পূজা ভাট সম্প্রতি এক অনুষ্ঠানে এসে নিজের অতীত জীবন নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি মনের অর্গল খুলে না বলা অনেক কথাই শেয়ার করেছেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। কথা বলতে গিয়ে পূজা ভাট শুরুতেই বলেন, আমি বুঝতে পেরেছি যে, সমাজ আমার জন্য যে বাক্সটি তৈরি করেছে তাতে টিক দেওয়ার সময় আমি নিজেকে হারিয়ে ফেলেছি। এটা বুঝতে আমার কিছুটা সময় লেগে গিয়েছে। আমি এমন একটা বিয়েতে আটকা পড়েছিলাম, যা আমার জন্য আদৌ ঠিকঠাক ছিল না। আমি আমার নারী সত্ত্বা হারিয়েছি। আমি ভুলেই গিয়েছিলাম আমি কে ?।

মহেশ ভাট তনয়া পূজা ভাট এসেছিলেন ‘আনচেইন মাই হার্ট’ বই প্রকাশ অনুষ্ঠানে, সেখানে এসেই ব্যক্তিগত জীবন, বিয়ে নিয়ে মুখ খুলেছেন পূজা। তিনি কথা বলেছেন ছোট বোন আলিয়াকে নিয়েও। পূজা আলিয়ার সাফল্য নিয়ে বলেন, আমার বোন আলিয়া এত সফল কারণ ও জানে কী শেয়ার করতে হবে। ও জানে, কোনটা কোনটা নিজের কাছে রাখতে হবে, আর কোনটা নয়। তবে আমি শিখেছি যে আপনি যখন খাঁটি হন, যখন আপনি হৃদয় থেকে কথা বলেন, আর তখনই সংযোগ তৈরি হয়। যখন আমি আমার জীবনের দিকে ফিরে তাকাই, আমি উপভোগ করছি তারা যাকে খ্যাতির চতুর্থ মৌসুম বলে। একজন শিল্পীর জীবনে চারটি ঋতু থাকে। প্রথমে তারা বলেন যে তার সম্ভাবনা আছে, তারপর তারা বলেন তিনি এসেছেন, তারপর তারা বলেন তিনি শেষ হয়ে গিয়েছেন এবং তারপর আবারও বলা হয় যে, তিনি ফিরে এসেছেন। আর তাই আমি বোম্বে বেগমদের সঙ্গে ফিরে এলাম।

পূজা বলেন, আমি এমন একটা বিয়ে করেছি যা ভেঙে গিয়েছে। এটা কোনও বেদনাদায়ক পরিস্থিতির কারণে ভাঙেনি, বরং বিষয়টা বিরক্তিকর ছিল। আমরা কেউই কাউকে প্রতারণা করিনি, আমাদের এই বিয়ে নিয়ে আগ্রহই ছিল না। একজন মহিলা হিসেবে, আমি বুঝতে পেরেছি যে, সমাজ আমার জন্য যে বাক্সটি তৈরি করেছে তাতে টিক দেওয়ার সময় আমি নিজেকে হারিয়ে ফেলেছি। এটা বুঝতে আমার কিছুটা সময় লেগে গিয়েছে। তিনি (আমার স্বামী) একজন দারুণ মানুষ ছিলেন, কিন্তু আমার মধ্যে একাকীত্ব তৈরি হয়।

কথায় কথায় পূজা আরও বলেন, আমি আমার ক্ষতে প্রলেপ লাগাতে অ্যালকোহলে ডুবে যাই। আটকে পড়িছিলাম, যেন আমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। প্রথমে একজন ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করেছি, তারপর বোতল ডুব দিয়ে তৃপ্তি পাওয়ার চেষ্টা করি। আমি নিজেকে জিজ্ঞাসা করছিলাম খারাপ সম্পর্ক এবং বোতলের মধ্যে পার্থক্য কী ? আমি ব্যথা থেকে মুক্তি পেতে এসব করেছি। ধীরে ধীরে যন্ত্রণা ও শূন্যতার সঙ্গে মোকাবিলা করতে শিখেছি। তারপর ধীরে ধীরে অ্যালকোহল মুক্ত হই। শান্তি ফিরে আসার পর সাত বছর হয়ে গিয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park