1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী আটক মানবাধিকার লঙ্ঘনকারীরা আবার মানবাধিকারের প্রেসক্রিপশন দেয়, এটিই দুর্ভাগ্য : তথ্যমন্ত্রী রংধনু গ্রুপের মালিকানাধীন জমি প্লট ক্রয়-বিক্রয় থেকে সতর্ক থাকার আহবান ভারতে ৩০০টি শোরুমে একযোগে শুরু হলো ওয়ালটন ব্র্যান্ড ফ্রিজের বিক্রয় ও বিপণন আপীল আবেদনের শুনানীতে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: কাবির মিয়া শিল্পকলায় হাসান মাহাদীর আবৃত্তি ও সঙ্গীত সন্ধ্যা বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী বছরের শ্রেষ্ঠ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন গুলোকে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হলো ৭ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে এড.কাজী ফয়সলের হ্যাট্টিক বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টে গলফারদের প্রাণের মেলা

পুতিনের পারমাণবিক চুক্তি স্থগিতের ঘোষণা ‘বিশাল ভুল’: বাইডেন

হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার কৌশলগত পারমাণবিক চুক্তি ‘নিউ স্টার্ট’ (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি) স্থগিতের যে ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছেন, তাকে খুবই ভুল সিদ্ধান্ত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বাপসনিউজ।এক রাষ্ট্রীয় সফরে বর্তমানে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে অবস্থান করছেন বাইডেন। বুধবার সেখানে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে রাশিয়ার সরে দাঁড়ানোর ঘোষণা দুর্ভাগ্যজনক ও দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গ্রিসের এথেন্সে মার্কিন দূতাবাসে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, কৌশলগত অস্ত্রের সংখ্যা সীমিত করার বিষয়ে রাশিয়ার সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের দুদেশের সম্পর্ক যে পর্যায়ে থাকুক না কেন, কৌশলগত অস্ত্রের সংখ্যা সীমিত করার বিষয়ে আমরা রাশিয়ার সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে এখনও প্রস্তুত আছি। রাশিয়া আসলে কী করে, তা দেখার জন্য আমরা সতর্ক নজর রাখছি। মিত্রদের নিরাপত্তার জন্য আমাদের যে অঙ্গীকার, তা যেকোনো পরিস্থিতিতে নিশ্চিত করব।’

এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্টেট অব দ্য ন্যাশন’র ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সবশেষ পরমাণু চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই পরমাণু অস্ত্রের বিশাল মজুত রয়েছে। তবে পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে ২০১০ সালে ‘নিউ স্টার্ট’ চুক্তিতে স্বাক্ষর করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

আগামী ২০২৬ সালে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই চুক্তি স্থগিত করল রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। ইউক্রেন অভিযানের এক বছর পূর্তি সামনে রেখে স্টেট অব দ্য ন্যাশন’র ভাষণে ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট।দেশের রাজনৈতিক ও সামরিক অভিজাতদের উপস্থিতিতে দেয়া ওই ভাষণে তিনি বলেন, ‘আমি আজ ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া।’

রুশ নেতা বলেন, ওয়াশিংটনের কিছু লোক ফের পরমাণু পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা করছে। এর প্রেক্ষিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পরমাণু কর্পোরেশনেরও পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া উচিত।’

তবে এক্ষেত্রে রাশিয়া প্রথমে চুক্তি ভঙ্গ করবে না বলেও জানান পুতিন। তিনি বলেন, ‘অবশ্যই, আমরা প্রথমে সেটা করব না। তবে যুক্তরাষ্ট্র যদি পরীক্ষা চালায়, তবে আমরাও করব।’
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শুধু নিউ স্টার্ট চুক্তিই কার্যকর ছিল। ২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার সেই সময়ের প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মোট কী পরিমাণ পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে, তার সংখ্যা নির্দিষ্ট করা হয়েছিল। এর আওতায় এক দেশের কর্মকর্তারা আরেক দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার পরিদর্শনের সুযোগ পেতেন। তবে ইউক্রেন নিয়ে উত্তেজনায় এরই মধ্যে ওই পরিদর্শন বন্ধ হয়ে গেছে। ২০২১ সালে চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park