প্রবীণ সাংবাদিক রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় শনিবার সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়ে রোববার দুপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক ভূঁইয়ার ইন্তেকালের সংবাদে শোকাহত তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সহিংসতার জন্য দায়ী অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর, বলেন তিনি।