ভারতীয় সঙ্গীত তারকা অরিজিৎ সিং নিজ দেশের পাশাপাশি বাংলাদেশেও দারুণ জনপ্রিয়। বেশ কিছুদিন থেকে জল্পনা চলছিল তরুন এক পরিচালকের নির্মিতব্য চলচ্চিত্রে গান গাইবেন তিনি। অবশেষে জানা গেছে, ‘তুই আমার পাখি, আমি তর পাখি’ নামের একটি ছবিতে অরিজিতের গান যুক্ত হবে।
নির্মিতব্য এই ছবিটির পরিচালক মো : জাকারিয়া মাসুদ জানান, এই ছবিতে একটি সুন্দর গান আছে। সেটি শিল্পী অরিজিৎ সিং’কে দিয়ে গাওয়ানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে কথা বার্তা হয়ে গেছে। শীঘ্রি ভারতে গিয়ে তার সঙ্গে দেখা করে সবকিছু চূড়ান্ত করা হবে।
জানা গেছে, আগামী মাস থেকে শুরু হচ্ছে এই ছবির শুটিং। এর আগে গানগুলো রেকর্ডিং শেষ করা হবে। উল্লেখ্য, এর আগে বাংলেদেশের ছবি ‘ঢাকা অ্যাটাক’এ গান গেয়েছিলেন অরিজিৎ সিং ৷ গানের শিরোনাম ছিলো ‘টুপ টাপ’। এই গানটি লিখেছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, আর সঙ্গীত পরিচালনা করেছিলেন অরিন্দম ৷