বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আড়াই হাজারের সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তারাস্থ বাস ভবনে আড়াইহাজারের বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এসময় আড়াইহাজার উপজেলা বিএনপির সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আতাউর রহমান আঙ্গুর বলেন, আড়াইহাজার থানা বিএনপির বর্তমান কমিটিতে আড়াইহাজার থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য সহ আরো অসংখ যোগ্য নেতৃবৃন্দকে বাদ দেয়া হয়েছে। আড়াইহাজার থানা বিএনপির নেতৃবৃন্দ যারা বিভিন্ন সময় জনসাধারণের ভোটে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছেন তাদেরকে বাদ দেয়া হয়েছে। আড়াইহাজার থানা বিএনপির তৃণমুল নেতাকর্মীদের দাবি তুলে ধরে তিনি অভিলম্বে বর্তমান পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি করার দাবি জানান।
এসময় অন্যান্য নেতাকর্মীদের মধ্যে আড়াইহাজার থানা যুব দলের সাবেক সভাপতি আলী আজগর, থানা বিএনপির সবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান,থানা যুবলের আহ্বাবায়ক সদস্য আলআমিন মোল্লা,জাসাস সাংগঠনিক সম্পাদক মামুন।আড়াইহাজার পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রুপচান,যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম,ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণসম্পাদক মাছুম হায়দার, পৌর যুবদলের যুগ্মআহবায়ক সফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।