বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও নৃসশংস বর্বরতার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গোপালগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগ এ কর্মসূচী পালন করে।
আজ বুধবার (০৮ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সমানে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ কর্মসূচীতে জেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার রুবেল, সাধারন সম্পাদক মাহমুদা খান, যুগ্ম সাধারন সম্পাদক দিলরুবা শারমীন বক্তব্য রাখেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা খান বলেন, বিএনপি-জামায়াত দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। মহিলা পুলিশ, শিশু, নারীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি-জামায়াত। আরো কোন কর্মসূচী ঘোষনা হলে আমরা তা পালন করবো।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার রুবেল বলেন, হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। আগুন সন্ত্রাস ও গুপ্তহত্যার মাধ্যমে শিশু, নারীদের হত্যা করছে। যে কারনে আমরা ৬ জেলার মহিলা আওয়ামী লীগের নারীরা মানববন্ধন কর্মসূচী পালন করছি। আমরা বাংলাদেশ থেকে বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানাই। #