বড় বিচিত্র এই পৃথিবী
খুবই অদ্ভুত নিয়ম তার
কারো দু’মুঠো খাবার জোটে না
কারো আছে সম্পদের পাহাড়
ক্ষুধার রাজ্যে পৃথিবী কাতর
এ কথা সর্বলোকে বলে
সেই এটা খুব ভালো জানে
যে ক্ষুধার জ্বালায় জ্বলে
বড্ড বোকা কিছু মানুষ
কেউ কেউ খুবই বুদ্ধিমান
কেউ টাকা ছাড়া কিছুই বোঝে না
কারো শুধু চাই সম্মান
ধনী পরিবারের ছেলেমেয়েরা
ভালো খাবারও খেতে চায় না
বস্তিতে থাকা অবুঝ শিশুরা
ঠিকমত খেতে পায়না
কারো আছে অনেক ক্ষমতা
তারা যা ইচ্ছে তাই করে
কারো মাদকের খরচ কোটি টাকা
কেউ বিনা চিকিৎসায় মরে।