র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মুন্সিগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন এলাকার বাসা বাড়ির গুরুত্বপূর্ণ মালামাল চুরিসহ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১,মোঃ আসলাম শেখ (২০), ২, মোঃ ইমন হোসেন (২৩), ৩, আল আমিন (২৯), ৪, হিমেল শেখ (২১), ৫, মোঃ শহীদ দেওয়ান (২৫), ও ৬, মোঃ শাওন শেখ (২০), বলে জানা যায়। এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল, ১টি কাটিং প্লাস, ১টি রামদা, ১টি লোহার তৈরি সাবল, ১টি মেটাল কাটার জব্দ ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃতরা উপরোক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা বেশ কিছুদিন যাবত সংঘবদ্ধভাবে পরষ্পর জোগসাজসে মুন্সিগঞ্জের ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসা বাড়ির গুরুত্বপূর্ণ মালামাল চুরিসহ দেশের বিভিন্ন স্থান হইতে চোরাই মোটরসাইকেল ক্রয় করে সিরাজদিখান, শ্রীনগর ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশাপশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।