বিশিষ্ঠ লেখক ও অভিনেতা এএইচএম এনামুল হকের মা জাহানারা বেগমের কুলখানি আগামীকাল কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে অনুষ্ঠিত হবে।
কুলখানি উপলক্ষে আগামীকাল বাদ জুম্মা শংকুচাইল দক্ষিণ পাড়া জামে মসজিদ এবং মরহুমার নিজ বাড়িতে কুরআনখানি, দোয়া, মিলাদ মাহফিল এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
জাহানারা বেগম গত ২৫ জুন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৩ মাস ২২ দিন চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সকাল ৭ টায় ঢাকার পল্লবীর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ পুত্র, ৪ কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় পরিজন রেখে গেছেন।
শংকুচাইল গ্রামে পারিবারিক কবরস্থানে তার প্রয়াত স্বামী শামসুল হকের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।
মরহুমার জ্যেষ্ঠ সন্তান বিশিষ্ট লেখক এএইচএম এনামুল হক মা জাহানারা বেগমের কুলখানির অনুষ্ঠানে শরীক হয়ে তার আত্মার শান্তি কামনা করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।