1. admin@newswatchbd.com : admin :
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, চেন্নাইয়ে ২ জনের মৃত্যু মধ্য ষাট বছর বয়সেও সতেজ-প্রানবন্ত সুবর্ণা জুতার মধ্যে কৌশলে ইয়াবা পাচার, আটক-১ সাউথ এশিয়ান বিসনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ পেলো “M360 ICT ট্রাবিল সফটওয়্যার “ ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল-২, স্থগিত-১ জীবন্ত দগ্ধ মানুষের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না, প্রশ্ন তথ্যমন্ত্রীর ইসি’র সিদ্ধান্তে আওয়ামী লীগের আস্থা রয়েছে : ওবায়দুল কাদের জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাসের গ্রান্ড র‍্যালি সম্পন্ন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

বিশৃঙ্খলায় স্থগিত সেলিব্রিটি ক্রিকেট লীগ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

 

প্রত্যাশিত অঘটনই শেষমেশ ঘটোলো সমালোচিত ও বিতর্কিত  সেলিব্রেটি ক্রিকেট লীগ সিসিএল। যদিও শুরু থেকেই এই টুর্নামেন্টকে অনেকেই ছিছিএল নামে অভিহিত করেছেন। শুরুতে একবার মারামারির ঘটনায় এই টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। কাল আবার স্থগিত হয়ে গেলো এর ফাইনাল ম্যাচ। এর আগে মারামারির ঘটনায় বন্ধ করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লীগ।

নানা নাটকীয়তার পর ফের মঙ্গলবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয় টুর্নামেন্টটি। তবে খেলা শুরু হলেও ঝামেলার যেন শেষ নেই। খেলতে গিয়ে আবারও তারকাদের মধ্যে তৈরি হয় বিশৃঙ্খলা। ফলে সেমিফাইনালের দুই ম্যাচ অনুষ্ঠিত হলেও স্থগিত হয়ে যায় সিসিএল এর ফাইনাল ম্যাচ। এবারের দ্বন্দ্ব রাব্বী ও অন্তু নামে দুই অভিনেতাকে নিয়ে। এদের মধ্যে সালাহউদ্দিন লাভলুর দলের হয়ে রাব্বী এবং দীপঙ্কর দীপনের দলের হয়ে অন্তু সিসিএলে অংশ নেন। এই দফায় কোনো মারামারি বা হাতাহাতি না হলেও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় ফের খেলা স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।

জানা যায়, কাল বেলা ১১টার দিকে সেলিব্রিটি ক্রিকেট লীগের খেলা শুরুর পর কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে চয়নিকা চৌধুরীর দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দীপঙ্কর দীপনের দল। মূলত এই ম্যাচ শেষ হওয়ার পরেই বিশৃঙ্খলা শুরু হয়। দুই দলে রীতিমতো ঝামেলা শুরু হলে দ্বিতীয় সেমিফাইনালের আগে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল খেলা। এরপর শুরু হয় দ্বিতীয় সেমিফাইনাল। ওই ম্যাচে গিয়াসউদ্দিন সেলিমের দলকে হারিয়ে বিজয়ী হয় সালাহউদ্দিন লাভলুর দল।এর কিছুক্ষণ পর ফাইনাল শুরু হওয়ার কথা থাকলেও দুই দলের দ্বন্দ্বের কারণে সেটা আর সম্ভব হয়নি। খেলা বন্ধ রেখে দুই দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সমাধান বের করতে পারেননি আয়োজকরা। পরে তিন ঘণ্টার বেশি সময় নিয়েও কোনো সিদ্ধান্তে আসতে না পারায় শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ স্থগিতের ঘোষণা করেন আয়োজকরা।

ফাইনাল ম্যাচ স্থগিত প্রসঙ্গে আয়োজক কমিটির সদস্য মাসুদুর রহমান বলেন, আগেই জানানো হয়েছিল যে, যারা করপোরেট লিগে খেলেছেন তারা এই লিগে খেলতে পারবেন না। এখানে কেউ ২০১৪ সালে, আবার কেউ ১০১৬ সালে করপোরেট লিগ খেলেছেন। আমরা সেটা জানতাম না। পরে সেমিফাইনালের আগে ঝামেলা তৈরি হয়। তিনি আরও বলেন, কে কত সালে কোথায় খেলেছেন সেসব নথি হাজির করেছে দলগুলো। দুই দলের অভিযোগের কারণেই মূলত খেলা বন্ধ রয়েছে। আমরা আয়োজক হিসেবে চেষ্টা করেছি শেষ পর্যন্ত খেলা শেষ করার। কিন্তু আপাতত সেটা হচ্ছে না। এর মধ্যে আমাদের কিছু ব্যর্থতা আছে। আমরা সেটা মেনে নিচ্ছি। পরে কোনো একসময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের দিকে অভিযোগের তীর ছুঁড়ে দীপঙ্কর দীপন বলেন, আমরা শুরু থেকেই নিয়ম মেনেই টিম নিয়ে খেলে সেমিফাইনালে জিতে ফাইনালে এসেছে। কিন্তু খেলোয়াড় নিয়ে হঠাৎ কী সমস্যা হলো আমি এখনও বুঝতে পারছি না। চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, এটা এখন অব্যবস্থাপনার মধ্যে পড়ে গেছে। ম্যানেজমেন্ট চেয়েছে খেলাটা হোক। কিন্তু একজন ক্যাপ্টেন বললেন, অন্তু থাকলে আমি খেলবো না। বলা হলো, রাব্বী থাকলেও খেলবে না। সেই জায়গা থেকে দ্বিমত মূলত বিশৃঙ্খলার সৃষ্টি। এর ফলেই ফাইনাল ম্যাচটা অনাকাঙ্ক্ষিত ভাবেই আর শেষ হলো না।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park