পারবে কি ফিরিয়ে দিতে
পুরনো সেই দিনগুলো
তোমার জন্য আজ আমার
জীবনটা এলোমেলো,
কথা দিয়ে কখনো তুমি
রাখনি তোমার কথা
সারা জীবন দিয়েছো আমায়
দুঃখ-কষ্ট ব্যথা,
তবুও মুখ বন্ধ করে
সব সয়েছি আমি
তোমার যত অবহেলা
আর যতসব পাগলামি,
চেয়েছি আমি সুখী হতে
তোমায় সঙ্গে নিয়ে
চলে গেলে তুমি বহুদূরে
আমায় কষ্ট দিয়ে,
তুমি প্রতারক, তুমি বেইমান
ভুল করেছি তোমায় ভালোবেসে
সেই ভুলের প্রতিদানে
হৃদয় আমার ভেঙ্গেচুরে খানখান।