নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ভাদেরা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে রতন মিয়া (৪৫) বাড়ির সামনে হাওরে কাজ করতে গিয়ে বিদ্যুৎতের খুঁটির সার্পোটের তারের সাথে শক লেগে নিহত হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনাটি সোমবার (৭ আগস্ট) বেলা আনুমানিক দুইটা থেকে আড়াইটার দিকে ঘটেছে বলে জানিয়েছেন একই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মাসুদুর রহমান হিপলু। তিনি জানান, দুর্ঘটনার সাথে সাথেই রতন মিয়াকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন পিপিএম সাংবাদিকদের জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।