1. admin@newswatchbd.com : admin :
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম এক ছবিতেই আল্লু’র আয় ৪৫০ কোটি টাকা গোপালগঞ্জে শেখ হাসিনার পক্ষে মনোনয়পত্র দাখিল কারামুক্ত হয়েই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার শাহজাহান ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি শুভ, সাধারন সম্পাদক মহিউদ্দিন মনোনয়নপত্র জমা দিলেন সাকিব নিখোঁজের তিনদিন পর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার রিহ্যাবে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে : তথ্যমন্ত্রী রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতির অভিযোগ

ভিসা জটিলতায় পিছিয়ে গেলো শাকিবের দরদ

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

গেলো পরশু (২০ অক্টোবর) থেকে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল বাংলাদেশী চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের। ভারতের উত্তর প্রদেশের বেনারস ও এলাহাবাদে তিনি শুটিং শুরু করতে চেয়েছিলেন বাংলাদেশ – ভারত যৌথ প্রযোজনার ছবি ‘দরদ’ এর। ওই দিনই শুটিংয়ে অংশ নেওয়ার আগে ১৫ অক্টোবর ভারতের মুম্বাইতে যাওয়ার কথা ছিল তার। সেখানে শাকিবের লুকসেট হওয়ার কথা। কিন্তু ভিসা জটিলতায় এগুলোর কোনোটাই হয়নি। না শুটিং শুরু, না লুক সেট। জানা গেছে, বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব খান। আর এই কারণেই শুটিংয়ের উদ্দেশ্যে ভারতে যেতেও পারেননি তিনি। শোনা যাচ্ছে, ২০ অক্টোবরের বদলে এক সপ্তাহ পরে ছবিটির শুটিং শুরু হবে।

আলোচিত এই ছবির অন্যতম বাংলাদেশী প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া দেশের গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার ওপর শাকিব খানের ভারত যাওয়া নির্ভর করছে। শাকিব খানসহ বাংলাদেশে যেসব শিল্পী এই ছবির শুটিংয়ে ভারত যাবেন, তাদের সবার ওয়ার্ক পারমিটের ভিসার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা আছে। কিন্তু এখনো ভিসার অনুমতি পাওয়া যায়নি। কারণ, এই আবেদনের সঙ্গে ভারতের মন্ত্রণালয়েরও অনুমতি লাগে। সেটির জন্য অপেক্ষা করছিলাম। ২০ অক্টোবর ভারত সরকার সেই অনুমতি দিয়েছে। ইতিমধ্যে ভারত থেকে অনুমতি মেইল করা হয়েছে। আজ (রবিবার) বাংলাদেশে অফিস খুলবে। অনুমতিপত্রটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর আশা করছি দ্রুতই ভিসা হয়ে যাবে।

কবে নাগাদ শাকিব খান শুটিংয়ে ভারতে যাচ্ছেন ? এই তথ্য নিশ্চিত করতে ওই প্রযোজক বলেন, এখন ভারতের অনুমতিপত্র জমা দেবো। এরপর তথ্য মন্ত্রণালয় সেটি বিচার – বিশ্লেষণ করে ভিসা দেবে। আশা করছি চলতি সপ্তাহেই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে। তাই শাকিব খান কবে ভারতে যাচ্ছেন, সেটা ভিসা পাওয়ার ওপরই নির্ভর করছে। এই প্রযোজক জানিয়েছেন, আজ ছবির ভারতীয় কারিগরি টিম, কলাকুশলী শুটিং লোকেশন বেনারস পৌঁছে যাবে।

জানা গেছে, ছবিটির পরিচালক অনন্য মামুন এই মুহূর্তে ভারতের মুম্বাইতে আছেন। ভিসার ব্যাপারে সেখান থেকে তিনি বলেন, ভারতের উত্তর প্রদেশে শুটিং করতে হলে ভারতের মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, দিল্লি থেকে অনুমতিপত্র নিতে হয়। ২০ অক্টোবর সেটি আমরা পেয়েছি। এই অনুমতিপত্র বাংলাদেশে মন্ত্রণলায়ে জমা দেওয়ার পর বাংলাদেশি শিল্পীদের ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যাবে। আশা করছি ২৬ অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারব।

অনন্য মামুন আরও বলেন, শুক্রবার শাকিব ভাইয়ের ফার্স্টলুক প্রকাশ করার কথা ছিল। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে সেটা করা হয়নি। এটা নিয়ে শাকিব ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। আরও বড় আকারে জিনিসটি করা হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ছবির নায়ক শাকিব খান ও নায়িকা সোনাল চৌহানকে নিয়ে বড় আকারে মুম্বাইয়ে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠান করবো। সেখানে ফার্স্টলুক প্রকাশ করা হলে বিষয়টি আরও ভালো হবে।

জানা যায়, এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। ছবিতে শাকিব খান ও সোনাল চৌহান প্রথমবার জুটিবদ্ধ হতে যাচ্ছে। তারা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ। ছবিটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম – এই চার ভাষায় তৈরি ও মুক্তির কথা নির্মাতা সূত্রে জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park