রাজধানীর মগবাজার এলাকায় একটি আবাসিক হোটেল থেকে জাকির হোসেন আজাদী (৪৩) নামে এক সংবাদকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, গতকাল সকাল থেকে হোটেলটির পাঁচতলার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে জাকিরের অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশটি বাথরুমে পড়ে ছিল।
হাতিরঝিল থানার এসআই এনামুল হক বলেন, গত ১৩ এপ্রিল জাকির সিটি স্টার হোটেলের পাঁচতলার একটি কক্ষে ওঠেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গত বৃহস্পতিবার হোটেলে প্রবেশের পর আর বের হননি। অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।
স্বজনরা জানিয়েছেন, জাকির দৈনিক ইত্তেফাকে সাব এডিটর হিসেবে কাজ করেছিলেন। পরে আরও কয়েকটি পত্রিকায় চাকরি করেন।