মাগুরা শহরের ভায়না মোড়ে উদ্বোধন হয়েছে বিজয় স্মৃতি স্তম্ভ। শুক্রবার সন্ধায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এটির উদ্বোধন করেন।
৭ ডিসেম্বর মাগুরা মুক্তদিবস, মহান মুক্তিযুদ্ধে শহীদ ৭ বীরশ্রেষ্ঠ, জাতীয় বিশেষ ৭টি দিবস, উনিশ’শ সাতচল্লিশ থেকে সাতটি ধাপে উনিশ’শ একাত্তরের ১৬ ডিসেম্বর স্বাধীনতার বিজয় অর্জনের তাৎপর্যে সাত স্তম্ভে এই স্মৃতি স্তম্ভ তৈরি হয়েছে। ৪৭ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে মাগুরা জেলা পরিষদ এটি নির্মাণ করেছে। নকশা ও নির্মাণ কাজটি বাস্তবায়ন করেছে নির্মান ডিজাইন এন্ড ডেভলপমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। এটি নির্মাণে সময় লেগেছে ৮ মাস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুর ফাত্তাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর কাদের, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী বাদল চন্দ্র হালদার, স্মৃতিস্তম্ভ নির্মান প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার সুজা উদ্দীন, পরিচালক স্থপতি সারোয়ার শিপন, পরামর্শক ইমাম হোসেন পিকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, মহান মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠ এর সম্মানে এবং সাত ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস স্মরণে সাতটি স্তম্ভ দ্বারা নির্মিত ভায়নার মোড়ে বিজয় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলো। এর আগে এখানে সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছায় স্বকীয় স্বার্থ চরিতার্থ করতে তাৎপর্যহীন ইকোনো বলপেনের আদলে নির্মিত স্তম্ভ অপসারণ করে স্বাধীনতার ও মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য ফুটিয়ে তুলে সাতটি স্তম্ভ দ্বারা বিজয় স্মৃতিস্তম্ভ নির্মাণ করায় মানুষবাসির এত দিনের ইচ্ছা পূরণ হলো বলে জানান।