৫ অক্টোবর রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চুয়াডাংগা হতে একটি প্রাইভেট কারযোগে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল তাৎক্ষনিক ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর দিগনগর তেতুল তলা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে।
গাড়ি তল্লাশির একপর্যায় মাদক পরিবহনকারী প্রাইভেট কারটি চেক পোস্টের সামনে আসার সাথে সাথে গাড়িটিকে সিগনাল দিয়ে থামিয়ে উক্ত প্রাইভেটকারের ড্রাইভার ও গাড়িতে বসে থাকা অপর ব্যক্তির নাম ও ঠিকানা এবং যাওয়ার গন্তব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন ধরনের এলোমেলো কথাবার্তা বলে। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা তাদের নাম ও ঠিকানা প্রকাশ করতঃ তাদের প্রাইভেট কারে ফেনসিডিল আছে বলে স্বীকার করেন তারা। গাড়ির ভিতরের কেভিন হতে তাদের দেখানো ও বের করে দেওয়া ২ টি ব্যাগের মধ্যে আনুমানিক ২,৮৬,০০০/- (দুই লক্ষ ছিয়াশি হাজার) টাকা মূল্য মানের ১৪৩ (একশত তেতাল্লিশ) বোতল ফেনসিডিল তারা বের করে দেন। এ সময় মাদক ও গাড়ি’সহ তাদের ২ জন কে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ হাবিবুর রহমান রাজিব (৩৯), ও মোঃ পলাশ (২৫), আটক দুজনের বাড়ি চুয়াডাঙ্গা সদর বলে জানা যায়।
র্যাব-১০ এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেট কারযোগে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।