রাজধানী ঢাকার উত্তরাতে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জামিয়াতুস সাহাবাহ্ ঢাকা মাদ্রাসায় ৩৫০জন ছাত্রের মাঝে খদ্য বিতরন করেন একটি অলাভজনক প্রতিষ্ঠান র্যাকের হাসির আলো। হাসির আলো সর্বদা অসহায় গরীব দুস্হ্যদের খাদ্য ও চাল বিতরন করে থাকে। এছাড়াও নৈতিক ও
ধর্মীয় শিক্ষার মাধ্যমে আদর্শীক প্রজন্ম গড়া এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
র্যাকের যুগ্ম সাধারন সম্পাদক জানান, র্যাক একটি স্বেচ্ছাসেবী অলাভজনক সেন্টার। ২৮ জুন ২০০৪ সালে এই প্রতিষ্ঠান বরি-১১৩০/০৪ নিবন্ধনে নিবন্ধিত হয়। যার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান খান। এর প্রধান অফিস বরিশাল এবং লিয়াজো অফিস ঢাকাতে। এ প্রতিষ্ঠান স্বাস্হ্য, শিক্ষা, পরিবেশ, জনস্বাস্হ্য, নদী ভাঙন রোধ, ডিজেস্টার ম্যানেজম্যান্ট ইত্যাদি নিয়ে কাজ করে।
এ সময় খাদ্য বিতরণে উপস্হিত ছিলো র্যাকের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মশিয়ুর রহমান খান, হাসির আলোর প্রজেক্ট পরিচালক মোঃ খায়রুল আমিন রনি, রহমান মাহফুজ ও আহসানুল হক সুজন।