বিধাতা দিয়েছে জীবন আমায়
জন্ম দিলে তুমি
তুমি ছাড়া আমার ভুবন
ধুধু মরুভূমি
খালা ফুপি আছে যারা
সবাই অনেক ভালো
আমার কাছে তুমি মাগো
লক্ষ চাঁদের আলো
কত কষ্ট করেছো মা
আমায় জন্ম দিতে
তোমর এই ঋণ আমি কোনদিন
পারবো কি শোধ দিতে
জন্মের পরেও অনেক কষ্ট
করেছো আমার জন্য
তোমার মত মা পেয়েছি
জীবন আমার ধন্য
তুলে দু’হাত করি মোনাজাত
হে রহিম রহমান
আমার আয়ু কেটে নিয়ে
আমার মাকে করো দান।