1. admin@newswatchbd.com : admin :
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:০১ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর উদ্যোগে পুলিশ সদস্য হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর উদ্যোগে পুলিশ সদস্য কে নির্দয়ভাবে হত্যাকারি সন্ত্রাসী, দেশদ্রোহীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।সংগঠনের চেয়ারম্যান মো সোলায়মান মিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী মানবতার মা, উন্নয়নের কারিগর বাংলাদেশের জনগণের ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের একমাত্র ভরসার জায়গা এবং আশ্রয়স্থল। আপনার কাছে আমাদের বিনীত আবেদন, বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য হত্যাকারী, বিচারপতির বাসভবন ভাঙচুর,শতাধিক পুলিশ আহত,পুলিশ হাসপাতালে অগ্নি সংযোগ ও ৩১ জন সাংবাদিকদের কে মারধরের প্রতিবাদ/নিন্দা ও খুনি সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া, মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী,ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু,শাহ আলম পাঠান, এম টিপু সুলতান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে যারা দেশকে ধ্বংস করতে চেয়েছে তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করুন, তারা আবারও অগ্নি সন্ত্রাসে ও মানুষ হত্যায় মেতেছে। তাদেরকে প্রতিহতের দাবি জানাচ্ছি। দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে দেশ মহা সংকটে নিমজ্জিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বীর মুক্তিযোদ্ধা পরিবারের দাবি, দেশ বিরোধী সন্ত্রাসীদের কে কঠোর হস্তে দমন করুন ও দ্রুত সময়ের মধ্যেই সংবিধানের আইন অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি আমাদের দাবি, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্যকে হত্যা মামলার আসামীদের কে দ্রুত গ্রেফতার ও বিশেষ ট্রাইবুনালে অতি দ্রুত বিচার করার ব্যবস্থা করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park