মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম ঢাকার, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পুরানা পল্টনের বার্ডস আই রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূহ-উল-আলম লেলিন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, এটিএন নিউজের সিইও ও মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের উপদেষ্টা কর্নেল (অব.) মীর মোতাহার হাসান, , রেনেসার এমডি আক্কাস আলী, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ সিকদার মুন্সিগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরাম ঢাকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু সভাপতি আরিফ সোহেল, সিনিয়র-সহ সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক সাহাদাৎ রানা, সাংগঠনিক সম্পাদক আরাফাত মুন্না, সাবেক সভাপতি রাজু আহমেদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।