1. admin@newswatchbd.com : admin :
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, চেন্নাইয়ে ২ জনের মৃত্যু মধ্য ষাট বছর বয়সেও সতেজ-প্রানবন্ত সুবর্ণা জুতার মধ্যে কৌশলে ইয়াবা পাচার, আটক-১ সাউথ এশিয়ান বিসনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ পেলো “M360 ICT ট্রাবিল সফটওয়্যার “ ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল-২, স্থগিত-১ জীবন্ত দগ্ধ মানুষের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না, প্রশ্ন তথ্যমন্ত্রীর ইসি’র সিদ্ধান্তে আওয়ামী লীগের আস্থা রয়েছে : ওবায়দুল কাদের জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাসের গ্রান্ড র‍্যালি সম্পন্ন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

যন্ত্রণা’র আইটেম গান নিয়ে প্রেক্ষাগৃহে তনামি

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

 

তরুণ প্রজন্মের আগুয়ান অভিনেত্রী তনামি হক একাধারে চলচ্চিত্র ও নাটকে অভিনয় করছেন। অভিনেত্রী হিসেবে এই সুন্দরী গ্ল্যামার গার্ল নিজেকে ক্রমশ শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছেন। তনামি অভিনীত চলচ্চিত্র ‘যন্ত্রণা’ ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে। প্রথমবারের মতো তিনি এই ছবিতে আইটেম গানে পারফর্ম করেছেন। অর্থাৎ এবার তনামি’র পর্দায় আগমন ঘটছে ভিন্ন পরিচয়ে।

এই প্রতিবেদককে তনামি জানান, রোম্যান্টিক – অ্যাকশন ধারার গল্পে নির্মিত ছবিতে অভিনয় করেছেন মানসী প্রকৃতি ও সায়মা স্মৃতি নামের আরও দুইজন নায়িকা। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। আইটেম গানে অভিনয় প্রসঙ্গে তনামি বলেন, ছবির আইটেম গানে আমাকে দেখা যাবে। প্রথমবার আইটেম গানে কাজ করেছি। আসলে নতুন অভিজ্ঞতার জন্যই কাজটি করা। ‘যন্ত্রণা’র গল্পটি ভালো। আশা করছি, এটি সবার পছন্দ হবে।

তনামি জানান, তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে জাকির হোসেন রাজু পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘চাদর’ ও অপূর্ব রানার ‘দ্য রাইটার’ ছবি দুটি। শীঘ্রি ছবি দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত দুটি ছবি হলো ‘পাসওয়ার্ড’ ও ‘মনের মতো মানুষ পাইলাম না’। দুটি ছবিতেই জুটি হয়ে অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী।

তনামি জানান, শোবিজ মিডিয়ায় তার আগমন চলচ্চিত্র দিয়ে হলেও এখন তিনি নিয়মিত ছোটপর্দায়ও কাজ করছেন। ইতিমধ্যে তিনি অভিনয় করেছেন ‘সাইকোলজি ১০১’, ‘নোয়াখালির জামাই’, ‘প্রেম রোগ কঠিন রোগ’, ‘পিতৃ স্বত্ত্বা’ নামের একক নাটকে। তার অভিনীত ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে ‘ফার্মগেট’, ‘জয় পরাজয়’ ও ‘ভাড়া বাড়ি বাড়াবাড়ি’। প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘প্রেম ভাইরাল’। গেলো ঈদ অনুষ্ঠানমালায় নাটকগুলো বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হওয়ার পর ইউটিউবে অবমুক্ত হয়েছে। তিনি কয়েকটি মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন বলে জানান।

নাটকে অভিনয় প্রসঙ্গে তনামি হক বলেন, প্রতিটি নাটকেই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছি। নাটকের গল্পগুলো ভালো। দর্শকও এগুলো পছন্দ করেছেন। খুব বেশি দিন হয়নি আমি মিডিয়ায় কাজ করছি। তবে সব সময়ই চেষ্টা করেছি ভিন্নধারার কাজ করতে। এত দিনে অনেক কাজ করে রাতারাতি পরিচিতি পেতে পারতাম। তবে কখনোই আমি সস্তা জনপ্রিয়তা চাই না। যা তা কাজ করে সংখ্যা বাড়াতে চাই না। ভালো কাজ অল্প হলেও সেগুলোই দর্শক মনে রাখে।

তনামি জানান, তার অভিনীত আরেকটি ছবি হলো শাহীন সুমন পরিচালিত ‘মাফিয়া’। এই ছবিটিকে আটটি ভাগে ভাগ করে আটটি ছবি নির্ধারণ করা হয়েছে। এটির প্রথম ভাগ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অন্যদিকে, মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের নিয়ে ‘জননী জন্মভূমি’ শিরোনামের একটি ভিন্ন ধারার ছবিতেও তিনি অভিনয় করেছেন। ছবিটি নির্মাণ করেছেন নাদিয়া আফরিন। এই ছবির গুরুত্বপূর্ন একটি চরিত্রে অভিনয় করেছেন। এটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park