তরুণ প্রজন্মের আগুয়ান অভিনেত্রী তনামি হক একাধারে চলচ্চিত্র ও নাটকে অভিনয় করছেন। অভিনেত্রী হিসেবে এই সুন্দরী গ্ল্যামার গার্ল নিজেকে ক্রমশ শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছেন। তনামি অভিনীত চলচ্চিত্র ‘যন্ত্রণা’ ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে। প্রথমবারের মতো তিনি এই ছবিতে আইটেম গানে পারফর্ম করেছেন। অর্থাৎ এবার তনামি’র পর্দায় আগমন ঘটছে ভিন্ন পরিচয়ে।
এই প্রতিবেদককে তনামি জানান, রোম্যান্টিক – অ্যাকশন ধারার গল্পে নির্মিত ছবিতে অভিনয় করেছেন মানসী প্রকৃতি ও সায়মা স্মৃতি নামের আরও দুইজন নায়িকা। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। আইটেম গানে অভিনয় প্রসঙ্গে তনামি বলেন, ছবির আইটেম গানে আমাকে দেখা যাবে। প্রথমবার আইটেম গানে কাজ করেছি। আসলে নতুন অভিজ্ঞতার জন্যই কাজটি করা। ‘যন্ত্রণা’র গল্পটি ভালো। আশা করছি, এটি সবার পছন্দ হবে।
তনামি জানান, তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে জাকির হোসেন রাজু পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘চাদর’ ও অপূর্ব রানার ‘দ্য রাইটার’ ছবি দুটি। শীঘ্রি ছবি দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত দুটি ছবি হলো ‘পাসওয়ার্ড’ ও ‘মনের মতো মানুষ পাইলাম না’। দুটি ছবিতেই জুটি হয়ে অভিনয় করেন শাকিব খান ও শবনম বুবলী।
তনামি জানান, শোবিজ মিডিয়ায় তার আগমন চলচ্চিত্র দিয়ে হলেও এখন তিনি নিয়মিত ছোটপর্দায়ও কাজ করছেন। ইতিমধ্যে তিনি অভিনয় করেছেন ‘সাইকোলজি ১০১’, ‘নোয়াখালির জামাই’, ‘প্রেম রোগ কঠিন রোগ’, ‘পিতৃ স্বত্ত্বা’ নামের একক নাটকে। তার অভিনীত ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে ‘ফার্মগেট’, ‘জয় পরাজয়’ ও ‘ভাড়া বাড়ি বাড়াবাড়ি’। প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘প্রেম ভাইরাল’। গেলো ঈদ অনুষ্ঠানমালায় নাটকগুলো বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হওয়ার পর ইউটিউবে অবমুক্ত হয়েছে। তিনি কয়েকটি মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন বলে জানান।
নাটকে অভিনয় প্রসঙ্গে তনামি হক বলেন, প্রতিটি নাটকেই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছি। নাটকের গল্পগুলো ভালো। দর্শকও এগুলো পছন্দ করেছেন। খুব বেশি দিন হয়নি আমি মিডিয়ায় কাজ করছি। তবে সব সময়ই চেষ্টা করেছি ভিন্নধারার কাজ করতে। এত দিনে অনেক কাজ করে রাতারাতি পরিচিতি পেতে পারতাম। তবে কখনোই আমি সস্তা জনপ্রিয়তা চাই না। যা তা কাজ করে সংখ্যা বাড়াতে চাই না। ভালো কাজ অল্প হলেও সেগুলোই দর্শক মনে রাখে।
তনামি জানান, তার অভিনীত আরেকটি ছবি হলো শাহীন সুমন পরিচালিত ‘মাফিয়া’। এই ছবিটিকে আটটি ভাগে ভাগ করে আটটি ছবি নির্ধারণ করা হয়েছে। এটির প্রথম ভাগ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অন্যদিকে, মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের নিয়ে ‘জননী জন্মভূমি’ শিরোনামের একটি ভিন্ন ধারার ছবিতেও তিনি অভিনয় করেছেন। ছবিটি নির্মাণ করেছেন নাদিয়া আফরিন। এই ছবির গুরুত্বপূর্ন একটি চরিত্রে অভিনয় করেছেন। এটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।