র্যাব-১০ এর একটি আভিযানিক দল গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর-পশ্চিম যাত্রাবাড়ী ওয়াশা রোড এলাকা ও দক্ষিন যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকায় দুইটি অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস প্যাথোডিন ও ১২.৫১ (বারো দশমিক পাঁচ এক) কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১, মোঃ শুকুর আলী মিয়া @ সুলতান (৩৭), ও ২, মোঃ আজিজুল হাওলাদার (২৬), বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ২টি মোবাইল ফোন ও নগদ- ১৮,৯৩৭/- (আঠারো হাজার নয়শত সাইত্রিশ) টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও প্যাথোডিনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।